নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) রাতে কটিয়াদী থানাধীন অরিয়াধর বাজারের পাশে তিন রাস্তার মোড়ে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিঙ্গেল ক্যাবিন পিক-আপ গাড়িসহ ডাকাতির প্রস্তুতি কালে রাত্রিকালীন পুলিশের বিশেষ অভিযান টিম তাদের গ্রেফতার করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) নির্দেশে গঠিত কটিয়াদী থানার রাত্রিকালীন বিশেষ অভিযান টিমের দৃষ্টিগোচর হলে তাদের আটক করা হয়।
এসআই (নিরস্ত্র) মো: আবু সায়েমের বিশেষ টিমের অবস্থান বুঝতে পেরে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত বিশেষ টিমটি দুষ্কৃতিকারী ১। ওমর বিশ্বাস (৪৭), পিতা- সুরেশ বিশ্বাস পুইক্কা, সাং- পিরিজকান্দি ২। সুমন (৪০), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- মেরাতলী, ৩। নুর ইসলাম (২৬), পিতা- মালেক মিয়া, সাং-পিরিজকান্দি, সর্বথানা- রায়পুরা, জেলা-নরসিংদীদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয় ।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে আসামীদের ব্যবহৃত সিঙ্গেল ক্যাবিন পিক-আপ গাড়ির দুই নম্বর সিটের নিচ হতে ৩০ (ত্রিশ) ইঞ্চি ধারালো অংশসহ ৩৮ (আটত্রিশ) ইঞ্চি লম্বা রামদা, ২০ (বিশ) ইঞ্চি ধারালো অংশসহ ২৮ (আটাশ) ইঞ্চি লম্বা ছুরি, ২০ (বিশ) ইঞ্চি লম্বা ধারালো চাইনিজ কুড়াল, ২৬ (ছাব্বিশ) ইঞ্চি লম্বা লোহার এক্সেল রড এবং ১টি নম্বর বিহীন টাটা ২০৭ ডিআইআরএক্স সিঙ্গেল ক্যাবিন পিক-আপ গাড়ি রাত ২. ৫০ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেন।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো: আবু সায়েম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধৃত ৩ (তিন) জন ও পলাতক ৩ (তিন) জনসহ সর্বমোট ৬ (ছয়) জনের নামোল্লেখ করে একটি মামলা (মামলা নং- ১৮, তারিখ- ২৬-০৪-২০২৩ খ্রি:, ধারা-399/402 The Penel Code-1860) দায়ের করেন।
এজহারনামীয় দুষ্কৃতিকারীগণের পূর্বের রেকর্ড পর্যালোচনা করে জানা যায় যে, ধৃত এজহারনামীয় অভিযুক্ত ১। ওমর বিশ্বাস (৪৭) এর নামে-১/নরসিংদী সদর মডেল থানার মামলা নং-৬৩(৯)১৮,ধারা- 461/380 The Penal Code, 1860 ২। নরসিংদী সদর মডেল থানার মামলা নং-০৭(৪)১২,ধারা- 399/402 The Penal Code, 1860 ৩। নরসিংদী সদর মডেল থানার মামলা নং-০৮(৪)১২,ধারা- The Arms Act, 1878 এর 19(a)/ 19(f),৪। নরসিংদী সদর মডেল থানার মামলা নং-০৯(৪)১২,ধারা-186/332/353/307/412/
302 The Penal Code, 1860,৫। নরসিংদী সদর মডেল থানার মামলা নং-৫২(১১)১৪,ধারা-399/402 The Penal Code, 1860 মামলা রয়েছে।
ধৃত এজহারনামীয় অভিযুক্ত ২। সুমন এর নামে-১। বি-বাড়ীয়া সদর থানার মামলা নং-০৯(১০)২১,ধারা- 380/34 The Penal Code, 1860,২। রায়পুরা থানার মামলা নং-২১(২)২২, ধারা- 399/402 The Penal Code, 1860৩। বালিয়াকান্দি থানার মামলা নং-০৭(৭)১৮,ধারা- 399/402 The Penal Code, 1860 ৪। রাজবাড়ী সদর থানার মামলা নং-১৫(৬)১৮,ৃ ধারা-399/402 The Penal Code, 1860 মামলা রয়েছে।
ধৃত এজহারনামীয় অভিযুক্ত ৩। নুর ইসলাম এর নামে-১। গফরগাঁও থানার মামলা নং-১৭(৭)১৭, ধারা 461/380
/511 The Penal Code, 1860 মামলা রয়েছে।
এছাড়াও ধৃত এজাহারনামীয় বিবাদীগণ পলাতক কয়েকজন বিবাদীদের নাম-ঠিকানা উল্লেখ করে যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।