নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৮ কেজি গাঁজাসহ ঝরনা বেগম (২৮) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে কটিয়াদী থানাধীন গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২ টার সময় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কটিয়াদী থানাধীন গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত ঝরনা বেগম কটিয়াদি থানার কৈতরীপাড়া গ্রামের খায়রুল মিয়ার স্ত্রী।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার গচিহাটা তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করে নিজ হেফাযতে থাকা নীল পলিথিনের মধ্যে রক্ষিত কাঠালি রঙের কস্টেপ দ্বারা পেচানো তিনটি আলাদা আলাদা পুটলাসহ সর্বমোট ৮ (আট) কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় কটিয়াদী থানায় The Narcotics Control Act, 2018- এ একটি মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।