নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত্রি পোনে নয়টায় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ করিমগঞ্জ থানার কামারাটিয়া আগপাড়া এলাকায় মো. রফিকুল ইসলাম (২৪) ও মো. সুজন (২৫)দ্বয়কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। ধৃত মো. রফিকুল ইসলাম (২৪) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কামারাটিয়া আগপাড়া এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে এবং ধৃত মো. সুজন (২৫) একই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. আঃ জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারিদরকে গ্রেফতার করে।
এসময় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২০.৪৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে করিমগঞ্জ থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।