বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে পরকীয়ার জেরে নিজ ঘরে খুন হয়েছেন স্বামী আবদুল মালেক (৪৫)। সে মৃত আকবর আলীর ছেলে। পালিয়েছেন অভিযুক্ত আবদুল মালেক।
গতকাল মঙ্গলবার বিকালে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আবদুল মালেকের স্ত্রী সাজেদা বেগমকে বহুদিন ধরে উত্ত্যাক্ত করে আসছিলো একই গ্রামের ওসমান মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫)। এ নিয়ে কাটখাল ইউপি চেয়ারম্যানের নিকট একাধিক বার বিচার চেয়ে ছিলেন নিহত আবদুল মালেক।
নিহতের ভগ্নিপতি আবুল মিয়া জানান, সপ্তাহ খানেক আগে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের নিকট মালেকের বিরুদ্ধে বিচার দেন নিহত আবদুল মালেক। তারপরও কোন প্রতিকার হয়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ আব্দুল মালেক ঘরে গিয়ে ওসমান মিয়ার ছেলে মালেক মিয়া ও সহযোগীরা মারপিট করলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা বলেন, প্রাথমিক ভাবে জানা যায়, পরকীয়ার জেরে ধরে খুন হয়েছেন আবদুল মালেক। ঘটনাস্থলে পুলিশ রয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।