কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার হাওরের কুখ্যাত হযরত ডাকাতকে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিমান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃত কুখ্যাত হযরত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
তার বিরুদ্ধে ইটনা থানাসহ বিভিন্ন থানায় বর্ষা মৌসুমে হাওরে নৌ ডাকাতিসহ চুরি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।উল্লেখ্য গত ১৫/০৮/২০২৩ ইং ইটনা থানার কাটাখালনামক স্থানে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম এস.এম আমানত আমান বাদী হয়ে হযরতসহ কয়েকজনের নাম উল্লেখ করে ইটনা থানায় একটি এজাহার দায়ের করলে মামলা হয়। মামলার ১ম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। ঐ সময় হযরতসহ আরও কয়েকজন ডাকাত পলাতক ছিলেন।
মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাব উদ্দিন গোপন সূত্রে জানতে পারে যে, ডাকাত হযরত দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন রেখে আত্মগোপনে থাকার পর হাওরে পানি চলে আসার সময় হওয়ায় ঢাকা থেকে হাওরের নিজ গ্রামে আসছে । উক্ত সংবাদের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাব উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের সহায়তায় কটিয়াদী বাসস্ট্যাণ্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসে বাসে তল্লাশি করে গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকাল আনুমানিক সোয়া ৫ টার সময় কুখ্যাত ডাকাত হযরতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।