বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির দুনেতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সিজিএম) আল মামুন এ আদেশ দেন। অপর মামলায় তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
জেলার কুলিয়ারচর থানার বিস্ফোরক ও হত্যা মামলা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার নাশকতার মামলায় রোববার শরীফুল আলমকে কিশোরগঞ্জের আদালতে হাজির করে পুলিশ।
কুলিয়ারচরের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। কিশোরগঞ্জ মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।
গত ৪ নভেম্বর শনিবার সকালে সাড়ে সাতটার দিকে জেলার ভৈরব পৌর এলাকার একটি বাসা থেকে শরীফুলকে তুলে নিয়ে যায় ঢাকার ডিবি পুলিশ। পরে তাকে ওই দুই মামলাসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবর বিএনপির ডাকা হরতাল পালনকালে কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুই নেতা নিহত হন।
এছাড়া গত ২৯ অক্টোবর রোববার সকালে হরতাল চলাকালে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকায় ইটনার ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়।
কুলিয়ারচরের ঘটনায় সদর থানার উপপরিদর্শক তারেক পারভেজ গত ২ নভেম্বর হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় শরীফুল আলমকে প্রধান আসামী এবং ৪৩ জনের নামে ও অজ্ঞাত ১৫শ থেকে ১৬শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
এ দুই মামলাতেই গ্রেপ্তার শরীফুল আলমকে কাশিমপুর কারাগার থেকে এনে কিশোরগঞ্জের আদালতে রিমান্ড চাওয়া হয়।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিনসহ দলীয় আইনজীবীরা।
শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন জানান, দুটি ঘটনার সময়ই শরীফুল আলম ঢাকায় ছিলেন। তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড দেওয়া হচ্ছে।
এর আগে রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে শরীফুল আলমকে কিশোরগঞ্জ আদালতে আনা হয়। রিমান্ড আদেশের পর আবার তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।