কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২২কেজি গাঁজা ও ১টি নোহা মাইক্রোবাসসহ ২ জনকে গ্রেফতার হয়েছে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গতকাল ৫ জুলাই ৬.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন খামা সাকিনস্থ অলোলা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি জসিম (৪৫), পিতা- রইছ উদ্দিন, সাং-তালদশী, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১ (এক) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে ৬.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আজ ০৬ জুলাই ৯.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন খিলপাড়া বাজার সংলগ্ন জেলখানা মোড়ের জামান রিফুয়েলিং ফিলিং স্টেশনের সামনে ভৈরব হইতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং-কাশির চর (উজান কাসির চর), থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২১ (একুশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করে ৯.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।