নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৮ বোতল বিদেশী মদসহ ১ নারী মাদক কারবারিকে ভৈরব থেকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় ৩.২৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর অনুমান ২০০ গজ পশ্চিম প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর চেকপোস্ট করার সময় ঢাকা মেট্রো- ব-১৫-৫২৯৪ রেজিঃ নম্বরের একটি আল মোবারাকা বাস থামিয়ে বাসের সাইড বক্স তল্লাশি করার সময় ১ (এক) জন মহিলা বাস থেকে নেমে পালানোর সময় তাকে আটক করা হয় ।
আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা মোছাঃ আকলিমা খাতুন (১৯), পিতা- মৃত হাসান আলী, সাং- চানপুর, থানা-তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ বলে প্রকাশ করে। ডিবি পুলিশ তার সাথে বহনকৃত ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১৮ (আঠারো) বোতল বিদেশী মদ নামক মাদকদ্রব্য উদ্ধার করে ৩.৫০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।