আবু হানিফ, পাকুন্দিয়া থেকেঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব৷
গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক এমপি সোহরাব উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট ৪ টি মামলা রয়েছে, যার ২ টিতে তিনি ১ নং ও ২ টিতে ৩ নং আসামি। গ্রেপ্তারকৃতকে ডিএমপি’র ডিবি কার্যালয় এ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।