নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তারের স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিচার এবং তার অপসারণের দাবিতে বিদ্যালয় প্রতিষ্টাতাগণ, অন্যায় ভাবে বিদ্যালয় থেকে বহিষ্কৃত প্রতিষ্ঠা কালীন শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শবিবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তারের স্বেচ্ছাচারীতা ও নানান অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোঃ মোনায়েম খান ও মোঃ আয়ুব খান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু ছাইয়েদ, সাবেক পিয়ন মোঃ ফজলুর রহমান, সাবেক সহকারী শিক্ষিকা কুলসুম আক্তার, অফিস সহকারী ফেরদৌসী আক্তার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও বর্তমান সহকারী শিক্ষক মোঃ লিটন মিয়া ও জমিদাতা মোঃ সুজন খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনিয়মই যেন নিয়মে পরিনত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা বিদ্যালয়ের পূর্বের কমিটি বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজন দিয়ে মনগড়া কমিটি গঠন করে প্রধান শিক্ষক হিসেবে সৈয়দা নাছিমা আক্তারকে নিয়োগ দিয়ে বিদ্যালয়টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। সৈয়দা নাছিমা আক্তারও প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়ে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয়ে কর্মরত আয়া থেকে শুরু করে পিয়ন, অফিস সহকারী, সহকারী শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক পর্যন্ত প্রত্যেককে বাদ দিয়ে নতুন করে নিয়োগ প্রদান করেন।অথচ যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের চাকুরী স্থায়ী এবং সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে
তাদেরকে স্কুল থেকে বাহির করে দিয়ে নতুন করে নিয়োগ প্রদান করেছে। এই ব্যাপারে প্রধান শিক্ষক নাছিমাকে কিছু বলতে গেলে তিনি হুমকি দিয়ে বলতেন তার বাড়ি মিঠামইন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও সাবেক ডিবি প্রধান হারুনর অর রশীদের কাছের মানুষ। ফলে ভয়ে ভুক্তভোগীরা তাকে কিছু বলতে সাহস পায়নি।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশায় তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বিদ্যালয়ের জমি দাতা মোঃ সুজন বলেন প্রধান শিক্ষককের অনিয়মের কারণে বিদ্যালয়ে ছাত্র- ছাত্রী সংখ্যা নেই বলেই চলে।
অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তারের অপসারণ দাবি জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।