শাহীন সুলতানা, কুলিয়ারচর থেকেঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের রড়ছয়সূতী চকবাজার ও মাটিকাটা চকবাজার এর মধ্যবর্তী স্থানের রাস্তা থেকে শরিফ নামের এক যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
নিহতের গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানায় ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার দিকে উপজেলার রড়ছয়সূতী চকবাজার ও মাটিকাটা চকবাজার এর মধ্যবর্তী স্থানে রাস্তা অজ্ঞাত এক যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে বিড় জমায়।
খবর পেয়ে সাথে সাথেই কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, এ এসপি ভৈরব সার্কেল রেজুয়ান দীপু ঘটনাস্থলে আসেন এবং মৃৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
পরে কুলিয়ারচর থানা পুলিশ তদন্ত করে নিহতের পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়।
হত্যার শিকার ওই যুবকের নাম শরিফ (২৫) পিতার নাম মুক্তার মিয়া গ্রাম ভৈরব চন্ডিবের।
ওই যুবকের জিন্সের প্যান্ট ও হলুদ রং গেঞ্জি পরিহিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । তবে কি কারনে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউ বলতে পারছেনা।
এ দিকে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ফরিদপুরে একটি অজ্ঞাত ভিবাটেক রিক্সা পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘটনাস্থলেই জবাই করে হত্যা করা হয়েছে । নিহতের পরিচয় পাওয়া গেছে তাঁর নাম শরিফ পিতা মুক্তার মিয়া সাং চন্ডিবের,ভৈরব কিশোরগঞ্জ।
তদন্তের মাধ্যমে ঘটনার কারন জানতে পারবো। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।