কুলিয়ারচর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার (২ ডিসেম্বর) ১২ ঘটিকায় উপজেলার জাফরাবাদ গ্রামের আবু তাহেরের পুত্র নাজিম উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যাহা কুলিয়ারচর থানার মামলা নং ১ তারিখ ৩/১২/২০২২ ইং। ধারা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক/৪ তৎসহ দন্ডবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/
৩২৩/৩২৫/৩০৭/৪৩৬/৪০৭।
মামলায় উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক সাফি উদ্দিন, বিএনপি নেতা আয়াত আলী, যুবদল নেতা সাজ্জাত হোসেন শামিমসহ ২০ নেতাকর্মীর নাম ও দলীয় পদবী উল্লেখ করে আরোও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়।
মামলার এফ আই আর এ উল্লেখ করা হয় গত ২ ডিসেম্বর রাত ৯.১৫ ঘটিকায় উপজেলার রামদী ইউনিয়নের বরচরে আওয়ামীলীগ কার্যালয়ে বে-আইনী জনতাবন্ধে দেশীয় অস্ত্রসস্ত্র ও ককটেল বোমায় সজ্জিত হইয়া বোমা বিস্ফোরণ ঘটাইয়া বিস্ফোরক দ্রব্য নিজ দখলে ও ককটেল বিস্ফোরনে কাজে সহায়তা সহ অফিস কক্ষে অনধিকার প্রবেশ করিয়া ভাংচুর, অগ্নিসংযোগ করিয়া ক্ষতি সাধন, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরতর জখম করতঃ স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা। মামলায় আলামত হিসেবে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।