বিশেষ প্রতিনিধিঃ
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ডিসেম্বর) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দায়িত্বে থাকা ৪নং বিট অফিসার এস আই আব্দুল্লাহ-আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, মেজর (অব.) মোহাম্মদ নূরুল ইসলাম, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহম্মদ, কুলিয়ারচর থানার এস আই মো. সোহেল মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা মো. সেলিম হায়দার ও যুবলীগ নেতা মো. মোবারক হোসেন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শুরু হওয়ার আগে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ও যুবলীগের পক্ষ থেকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম।
একই সময়ে উপজেলার ৬ টি ইউনিয়ন সহ পৌরসভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।