মোহাম্মদ খলিলুর রহমান:
প্রেম ও দ্রোহের শত কবিতা নিয়ে মিঞা সুমনের “ভেঙে বের হও” কাব্যগ্রন্থ প্রকাশ করেছে মুক্তি প্রকাশনী।
শুক্রবার (৮ মার্চ) বাজিতপুর পাবলিক লাইব্রেরী চত্বরে বিকাল ৫টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ রাকিবুল হাসান পিয়াস, কবি প্রফেসর ওয়াহিদুজ্জামান, সাংবাদিক শিল্পি বণিক, লেখক লিয়াকত আলী, কবি শামসুল হক, প্রভাষক আজিজুল রমিজ, কবি হোসেন মাহবুব কামাল, সাংবাদিক মহিউদ্দিন লিটন, সাংবাদিক মো: খলিলুর রহমান, সাংবাদিক মো: ফারুক প্রমুখ ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- মনির হোসেন, রুবেল আহমেদ, জাহিদ, উৎপল, নাসিম সহ অন্যান্যরা।
আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপক ছিলেন এম.আর. রাজিব ও জুবায়ের আহমেদ ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।