বেলাব প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাজারে মহাসড়কের দুইপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। অভিযানে রাস্তার দুপাশে ফুটপাতে বিভিন্ন ফলের , মাংসের ,পিঠার , টি স্টল’সহ বিভিন্ন দোকান গুড়িয়ে দেওয়া হয়।
পথচারী মোঃ জলিল মিয়া বলেন, রাস্তার দুপাশে অস্থায়ী দোকান পাঠ ও অস্থায়ী সবজির হাটের কারনে চলাচল করা যেতো না। রাস্তার উপর থেকে অবৈধ দোকান সরানোর ফলে চলাচল করতে সহজ হবে। আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যাত্রীরা বলছেন, বারৈচা বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা জন্য কৃষকরা কাঁচামাল রাস্তায় বিক্রি করে। যার কারণে রাস্তায় তীব্র যানজট লেগে যায়। ফলে অনেকটা সময় আটকে থাকে যানবাহন।
চালকরা বলছেন, রাস্তার উপরে কাঁচামাল বাজার হওয়ায় যানজট তৈরী হয় যার ফলে অনেক সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি। ঘটছে নানান দূর্ঘটনা।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন,সরকারী জায়গা দখল করে রাস্তার উপর অবৈধ দোকান বসিয়ে বিভিন্ন মহল চাঁদা আদায় করে। সাধারন পথচারী চলাচলে বাধা সৃষ্টি করেন। তাই আমরা সাধারন পথচারীর কথা চিন্তা করেন এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।