এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে শহরের গাছতলাঘাট বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৬নজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় গাছতলাঘাট কাঁচা বাজারের ৬ ক্ষুদ্র ব্যবসায়ী শাহিন মিয়া, হীরা মিয়া, আরিফ মিয়া, মনির হোসেন, আসলাম মিয়া, রিপন মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীদেরকে নিয়মনীতি মেনে এবং গ্রাহকদেরকে যেন কোনভাবেই প্রতারিত না করা হয় তাদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি জানান, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।