1. admin@haortimes24.com : admin :
ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন (হাওর টাইমস)

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জামে মসজিদ রোড এলাকার কয়েকশ ব্যবসায়ী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ তাদের ক্ষতি পূরণের দাবি করেন।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ব্রাদার্স শপিং সেন্টারের পরিচালিক তোফাজ্জল হোসেন জাকির, স্বপ্ন শপিং শপের পরিচালক আরিফুল হক সুজন প্রমুখ।

ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, যেখানে নতুন স্থাপনা তৈরির উদ্যোগ নেওয়া হয় সেখানেই চিহ্নিত সন্ত্রাসী আশরাফুল আলম বিজন নিজেদের জমি আছে দাবি করে বাঁধা দেয় এবং তাকে চাঁদা না দিলে কেউ স্থাপনা নির্মাণ করতে পারে না।

সবশেষ গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে জামে মসজিদ রোডে নির্মাণাধীন ব্রাদার্স শপিং সেন্টারে তাদের জমি আছে দাবি করে সন্ত্রাসী আশরাফুল আলম বিজন তার সন্ত্রাসী বাহিনীর ২০/২৫জন সদস্য নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

এ সময় তারা স্বপ্ন শপিং শপসহ আশে পাশের ২০টিরও বেশী দোকান, ব্যাংক ও শপিংমলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে করে সাধারণ ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, যদি বিরোধ থাকে তবে ব্রাদার্স শপিং সেন্টারের সাথে থাকতে পারে। আমাদের সাথে তো নেই। তবে কেনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করা হলো ? তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেন।

ব্রাদার্স শপিং সেন্টারের পরিচালক মো. তোফাজ্জল হোসেন জাকির বলেন, ১৯৪২ সাল থেকে শুরু করে ক্রয়-বিক্রয়ের সকল ভায়া দলিল থাকা সত্বেও বিজন আমাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন। প্রয়োজনীয় দলিল ও নথিপত্র দেখাতে না পারায় সেই মামলাগুলিতে সে পরাজিত হয়ে সে গায়ের জোরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে আমরা এর প্রতিকার চাই।

স্বপ্ন শপিং শপের পরিচালক আরিফুল হক সুজন বলেন, দীর্ঘদিন যাবত আমরা সুনামের সাথে স্বপ্ন শপিং শপ চালিয়ে আসছি। আমাদের সাথে এই বিরোধের কোনোই সম্পর্ক নেই। তারপরও আমার দোকানটি ভেঙ্গে ক্যাশ লুটসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমি এর প্রতিকার চাই।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, ইদানিং কোনো ঘটনায় মারামারি হলেই সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। এতে করে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়াসহ ভৈরবের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এসবের দ্রুত প্রতিকার হওয়া উচিত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST