কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিলু মিয়া (৫৫) গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মৃত নুরুল হকের ছেলে ছিলেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সমঝোতার জন্য শালিসে বসে এলাকাবাসী। শালিস চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই স্বপন মিয়া ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই লিলু মিয়া।
পরে স্বজনরা আহত লিলু মিয়াকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।