বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন কে বৃহস্পতিবার রাতে ঢাকার চকবাজার এলাকার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
পরিবারের দাবি, মামুন পুলিশের ভয়ে ভৈরব থেকে পালিয়ে ঢাকার চকবাজারের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলেন। তবে পুলিশ দাবি করছে, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির মহা-সমাবেশে যোগদান করার কথা ছিল তার।
চকবাজার থানা পুলিশ জানায়, আল-মামুন ভৈরবের যুবদল নেতা। বিএনপির মহা-সমাবেশে অংশ নিয়ে নাশকতা সৃষ্টির জন্য সে চকবাজারের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ বিস্ফোরক আইনে থানায় একটি মামলা করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।