নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত ও ২ ছিনতাই কারীকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বুধবার ২৮ ফেব্রুয়ারি রাতে শহরের কমলপুর পঞ্চবটি পৌর কবরস্থান সংলগ্ন, পুকুরপাড়, লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো ভৈরব উপজেলার শম্ভুপুর পূর্বপাড়ার মৃত মো. গোলাম মোস্তফার ছেলে লিটন ওরফে মো. আলী (৪০), ইটনা থানার রাজী এলাকার সাদেক মিয়ার ছেলে মো. সোহেল (২৩), নরসিংদী জেলার রায়পুরা থানার ঘাগুটিয়া এলাকার মৃত এলাহির ছেলে আবুল কালাম (৩০), ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. জীবন (৩২), লক্ষ্মীপুর এলাকার জঙ্গু নসুর ছেলে ছিনতাইকারী আরিফ মিয়া (২৫), ভৈরবপুর উত্তরপাড়ার মৃত কবির মিয়ার ছেলে মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাতে ভৈরব শহরের কমলপুর পঞ্চবটি পৌর কবরস্থানের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দুই মাথা বিশিষ্ট ধারালো চাইনিজ কুড়াল, একটি কাঠের বাটসহ ছুরি, একটি লোহার বাটসহ রামদা, একটি লোহার রড উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে ছিনতাইকারী আরিফকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে।
অপরদিকে শহরের পঞ্চবটির পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে আরেক ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত ও ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।