নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে পিতা মাতা ও দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভৈরব বাজারের রানীর বাজার এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন ভৈরব থানা পুলিশ।
মৃতরা হলেন-নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬) এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী সন্তানদের মেরে স্বামী নিজের হাতের রগ কেটে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এ ছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।