রংপুরের পীরগাছায় মেয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ কামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শেফালী বেগম (৭০) পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম সরকারটারী গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, শেফালি বেগম উপজেলার ছাওলা ইউনিয়নের আমপাইকর গ্রামে তার মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি ব্যাটারী চালিত অটো ভ্যানে করে কালিগঞ্জ বাজার থেকে পীরগাছায় আসার পথে কামদেব এলাকায় অসাবধানতায় তার গলায় পেচানো ওড়না ভ্যানের চাকার সাথে পেচিয়ে যায়। এসময় তিনি চিৎকার করে রাস্তার উপর পড়ে গেলে দ্রুত তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান। পরে তার পারিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান। পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বিষয়টি নিশ্চিত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।