1. admin@haortimes24.com : admin :
মিঠামইনে পুলিশের করা ডিজিটাল মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক গোলাপ - হাওর টাইমস ২৪
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল
শিরোনাম
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল

মিঠামইনে পুলিশের করা ডিজিটাল মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক গোলাপ

  • প্রকাশ কাল সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা থেকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়ার সন্তান সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন গোলাপকে অব্যাহতি দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক বিগত ২০২০ সালে পুলিশের এসআই নজরুল ইসলাম ফেসবুকের ভাইরাল হওয়া ভিডিও টি মিথ্যা দাবি করে মিঠামইন থানায় মামলা করেছিলেন।

দীর্ঘ চার বছর পর আদালত তাদেরকে মিথ্যা অভিযোগের দায় থেকে মুক্তি দেওয়াই অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে যেহেতু মূল আসামি ইতালি প্রবাসী ইকবাল আদালতে ১৬৪ ধারাই স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়াই শুধু তার বিরুদ্ধে এই মামলার বিচারকাজ চলমান থাকবে।

জানা গেছে, দেশ যখন করোনায় আতঙ্ক ঠিক তখন ইতালি প্রবাসী শেখ হোসাইন মোহাম্মদ ইকবাল নিজ বাড়ি ঘাগড়াতে আসেন। এই খবর শুনে ২০২০ সালের ১৩ মার্চ মিঠামইন থানার পুলিশের এস আই নজরুল ইসলাম এবং এ এস আই কিরণ মন্ডল ইকবালের বাড়িতে এসে করোনার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাদা দাবি করেন বলে অভিযোগ করেন ইকবাল ও পরিবারের লোকজন।

ওই সময় ইকবালের পুলিশের বিরুদ্ধে বিচার দাবি করা ভিডিও বার্তা ফেসবুকে ভাইরাল করা হয়। এ নিয় দেশ জুড়ে তোলপাড় শুরু হলে মিঠামইন থানার এস আই নজরুল ইসলাম ফেসবুকের ভিডিও বার্তাটি মিথ্যা দাবী করে বিগত ২০২০ সালের ২২ মার্চ মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন । এই মামলায় আসামি করা হয় শেখ হুসাইন মোহাম্মদ ইকবাল এবং বাবু শেখ কে।

মামলা করার পরপরই পুলিশ শেখ ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে শেখ ইকবাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে সাংবাদিক গোলাপ এর উপর প্ররোচনার অভিযোগ আনেন। তার জবানবন্দিতে উল্লেখ করে ‘সাংবাদিক গোলাপের কথায় একটা সাক্ষাৎকার দেই। তখন গোলাপ বলে সাক্ষাৎকার হয়নি। পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনতে হবে। তখন গোলাপের প্ররোচনায় আমি এক পর্যায়ে দারোগার বিরুদ্ধে ১লাখ টাকা চাদা দাবির অভিযোগ করি একটি ভিডিও তে।

ইকবালের ছোট ভাই শেখ ইফরান ও পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে। শেখ ইকবালের জবানবন্দির পর পরই ২০২০ সালের ১০ মে সাংবাদিক গোলাপকে গ্রেফতার করা হয়। সে জন্য তিনি ৫ মাস ৫ দিন কারাগারে ছিলেন।

সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ বিডি চ‍্যানেল ফোর “এর মিঠামইন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।তিনি এ প্রতিবেদককে জানান, আমি শুধু সাংবাদিকতার দায়িত্ব পালন করে ছিলাম মাত্র এর বেশি কিছু না। শেখ ইকবালের বক্তব্যের একটি ভিডিও বার্তা “বিডি চ‍্যানেল ফোর”এ সমপ্রচার করা হয়েছিল।

এ নিয়ে কোন মামলা করা হয়নি। তবে শুধু ফেসবুকের ভিডিও বার্তাটিকে কেন্দ্রকরে মামলা করা হয়েছে। পুলিশকে নিয়ে শেখ ইকবালের যে ভিডিও বার্তাটি ভাইরাল করা হয়েছে তা সাংবাদিক গোলাপের ধারন করা না দাবী করা হয় আদালতে। সাংবাদিক গোলাপের আইনজীবী কাউসার হোসাইন জানান পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের রোষানলের শিকার সাংবাদিক গোলাপ।

মামলার তদন্ত কর্মকর্তা তাজউদ্দীন আহমেদ বিষয় গুলো খতিয়ে দেখেননি। শুধু ইকবালের দেয়া স্বীকারোক্তি মূলক বক্তব্যের উপর ভিত্তি করে শেখ হোসাইন মোহাম্মদ ইকবাল শেখ বাবু আহম্মদ এবং সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ কে আসামি করে আদালতে চর্জশিট দাখিল করে দায়িত্ব এড়িয়ে গেছেন ।

তবে ইকবালের একাধিক ভিডিও সম্পর্কে কোন মন্তব্য নেই চার্জশিটে। নেই মোবাইল ফরেনসিক রিপোর্ট ও।
এদিকে পুলিশের করা এই চাঞ্চল্যকর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বিচার কাজ শুরু হয় ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে। মামলার প্রধান আসামি শেখ ইকবাল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি এখন পলাতক আছেন । খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল পরিবার পরিজন নিয়ে ইতালিতে বসবাস করছেন। ইতিমধ্যে কয়েকবার মামলার সাক্ষীদের নামে সমনও জারি করা হলেও আদালতে সাক্ষ্য দিতে আসতেছেন না কেউ ।

সাংবাদিক গোলাপ আইনী সহায়তা পেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের। অ্যাডভোকেট কাউসার হোসাইন ও এডভোকেট আব্দুর রাজ্জাক সাংবাদিক গোলাপের পক্ষে আইনি লড়াই করেছেন । অপরদিকে শেখ বাবুর পক্ষে আইনী লড়াইয়ে ছিলেন অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার।

 

 

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST