রংপুরের পীরগাছায় মোবাইলে লুডু খেলা নিয়ে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।গত শনিবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজারস্থ একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত ওই ব্যক্তি গোলাম মোস্তফা(৩০)চর তাম্বুলপুর গ্রামের মৃত ইয়াছিল আলীর ছেলে।
জানা গেছে,গত শনিবার বিকেল ৪টার দিকে সাহেব বাজারস্থ ওমর আলী নামে এক সাইকেল মেকানিকের দোকানের মোবাইল ফোনে লুডু খেলছিল।এসময় মতবিরোধ দেখা দিয়ে চর তাম্বুলপুর গ্রামের আজিজুল মুন্সির ছেলে শাহ আলম (৩৫)ক্ষিপ্ত হয়ে হাতুরি দিয়ে গোলাম মোস্তফার মাথায় সাজোরে আঘাত করে।
এসময় চিৎকার দিয়ে মোস্তফা মাটিয়ে লুটিয়ে পড়লে অভিযুক্ত শাহ আলম পালিয়ে যায়।পরে হাটুরে লোকজন রক্তাক্ত অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা ও পওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তার অবস্থা আশংকা জনক।
জানতে চাইলে এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মাসুমুর রহমান বলেন,এখনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।