নিউজ ডেক্সঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার কিশোরী ধর্ষণের ঘটনায় মো. আলমগীর নামের ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী এলাকার মো. বারেক মিয়ার ছেলে।
আলমগীর রাত্রিবেলায় সংগোপনে এক কিশোরীর কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা (মামলা নং- ০৩, তারিখ- ১২ জুলাই, ২০২৩ খ্রি. ২০০৩ (সংশোধনী-২০২০) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা) দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)’র নির্দেশে গঠিত হোসেনপুর থানার একটি চৌকস টিম এসআই (নিরস্ত্র) মো. মিল্টন মিয়ার নেতৃত্বে আসামী আলমগীর (২১) কে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
বুধবার (১২ জুলাই) সকাল ০৮.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে হোসেনপুর থানার জিনারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মো. আলমগীর (২১) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।