নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুত্বর আহত করেছিল পতিপক্ষের দুর্বৃত্তরা।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইটনা উদিয়ারপাড় গ্রামে জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তার মৃত্যু হয় ।
ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর ঘটনাস্থলে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ দুজনকে আটক করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।