নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিনসহ ৪ জনকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আব্দুল্লাহপুরের নদী থেকে ড্রেজার মেশিনসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনী।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ড্রেজার মেশিন মালিক আব্দুল্লাহপুর ইউনিয়নের ধৃত আমির উদ্দিনকে দেড় লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ হক প্রমুখ।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান মোবাইল কোর্টে জরিমানার তথ্য নিশ্চিত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।