নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে অজ্ঞাত ব্যাক্তি (৪০)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শুক্রবার (৩ মে) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের নাটাল এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে ।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া কোথাও মিসিং আছে কিনা বিভিন্ন থানায় খোজঁ নেয়া হচ্ছে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। কি কারনে মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারন জানা যাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।