নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ২৫ লিটার চোলাই মদসহ রনজিৎ ঋষি (৫৪) নামের এক মাদক কারবারি গ্রেফতার। গ্রেফতার কৃত মাদক কারবারি সদরের ঋষি পাড়া গ্রামের কালা চাঁন ঋষির ছেলে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইটনা থানার এসআই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ইটনা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভৈরব থেকে ইটনা বাজারের ব্যবসায়ীদের মালামাল আনয়নকারী বড় নৌকায় কৌশলে চোলাই মদের একটি চালান আসার গোপন খবর পায়।
শুক্রবার সন্ধ্যায় বড় বাজারের ঘাটে নোঙর করা নৌকা থেকে চোলাই মদের বস্তা অটোরিক্সায় তুলার সময় হাতেনাতে রনজিৎ ঋষিকে মদসহ গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে ইটনা থানার মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।