নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় শনিবার ১১.৪০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড় সাকিনস্থ জনৈক আবু বক্কার মিয়ার বাড়ীর সামনে নাটলের মোড় হইতে গাছতলাঘাট গাড়ী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার আটক করেন।
উক্ত অভিযানে অজ্ঞাতনামা ২ জন আসামি প্রাইভেটকারটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১২.২৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।