এম. আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর গ্রামের লন্ডন প্রবাসী জাকির হোসেনের বাড়ি দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শনিবার সকালে শহরের দূর্জয়ের মোড় নুরানি মসজিদের সামনেব এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যের দাবি, ভূমিদূস্যু জমসের আলি ও শাহেদ আলি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী জাকির হোসেনের ক্রয়কৃত বাড়ি দখল করে গোপনে অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে লন্ডন প্রবাসী জাকির হোসেনের ভাই জাহাঙ্গীর আলম ও বোন নাজমাকে প্রাণনাশের হুমকি দেয় ভুমিদূস্যুরা।
ভুক্তভোগীরা আরো বলেন গত ৪/১০/২৪ তারিখে সকাল ১০টার সময় বাড়ির গেইট ও ঘরের তালা ভাঙ্গিয়া বাড়িতে বে-আইনি অনুপ্রবেশ করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শেখ শাহেদ আলী ও তার স্ত্রী এবং জমশেদ আলীর লোকজন বাড়ি দখল করেন ।
এ বিষয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ করিলে তদন্তধীন আছে বলে জানান ভুক্তভোগীরা।
মানববন্ধনে বলেন প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম ও বোন নাজমা বেগম প্রতিবাদ করায় বর্তমানে তাদের জীবন হুমকির মুখে আছে বলেও অভিযোগ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।