1. admin@haortimes24.com : admin :
কুলিয়ারচরে খুনের ঘটনায় মামলা-১জন গ্রেফতার (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা
শিরোনাম
তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা

কুলিয়ারচরে খুনের ঘটনায় মামলা-১জন গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশ কাল রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল চোর অপবাদ দিয়ে রাব্বি (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে অবশেষে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়েছে। নিহত রাব্বি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার দীঘিরপাড় পূর্বহাটি গ্রামের অটোরিকশা চালক মির্জা আলীর পুত্র।

এ ঘটনায় নিহত রাব্বির পিতা মির্জা আলী বাদী হয়ে ৫ মার্চ রোববার ১২:১৫ ঘটিকার সময় কুলিয়ারচর পৌর এলাকার পূর্বগাইলকাটা গ্রামের সিদ্দিকুর রহমান সেতু (সাবেক কমিশনার) এর ছেলে সারোয়ার আলম ওরুফে সারু (৪৮) ও কুলিয়ারচর বাজার এলাকার ধনু কসাইয়ের ছেলে এমরান (৪০) সহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩।

মামলা রুজু হওয়ার ২ ঘন্টার মধ্যে হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ওই দিন গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে কুলিয়ারচর বাজার এলাকা থেকে মামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামী এমরান (৪০) কে আটক করেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল্লাহ।

জানা যায়, গত ৩ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুলিয়ারচর পৌর ভূমি অফিসের সামনে মোটরসাইকেল চোর সন্দেহে ৭-৮ জন লোক রাব্বি নামে ওই যুবকের শরীরে দেশীয় অস্ত্র কুপিয়ে হত্যা করে। জীবন বাঁচতে চিৎকার করতে করতে দৌড়ে পালাতে গিয়ে পার্শ্ববর্তী সাবরেজিস্টার অফিসের সামনে রাস্তায় এসে মাটিতে লুটিয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলে রাব্বি। পরে ২/৩ জন লোক তাকে উদ্ধার করে মৃত অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে রেখেই পালিয়ে যায়।

সরেজমিনে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ২/৩ জন লোক রক্তাক্ত ও জ্ঞানহারা অবস্থায় একটি অজ্ঞাত নামা যুবককে হাসপাতালে রেখে দ্রুত পালিয়ে গিয়েছে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. তারানা তাবাসসুম পান্না আহত ওই অজ্ঞাত যুবকের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার দেহে প্রান নেই। পরে তিনি বিষয়টি একটি চিঠির মাধ্যমে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। নিহত রাব্বি’র মাথায় আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো দাগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বিকে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সড়ক থেকে মোটরসাইকেল চোর অপবাদ দিয়ে কয়েকজন মিলে তাকে ধরে ভূমি অফিসের নিকট নিয়ে এলোপাথারি আঘাত/মারধর করে। এতেই তাঁর মৃত্যু হয়।

কুলিয়ারচর থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত অনুমান ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাব্বি’র মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ৪ মার্চ শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার এ প্রতিনিধিকে বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান সোয়া ১১টার দিকে অজ্ঞাত কয়েকজন লোক অজ্ঞাত নামা এক যুবককে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে বেডে রেখে পালিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় লোকটি মৃত। পরে থানায় খবর দেওয়া হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে রাব্বি মিয়ার নামে ইতোপূর্বে কোন চুরি কিংবা ডাকাতি মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোন তথ্য এখনো পাওয়া যায়নি এবং তাকে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST