কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে কিশোরগঞ্জ আদালতে মামলা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদি হয়ে মামলাটি করেন। আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজশাহীর জনসভায় বিএনপি নেতা চাঁদ প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। যা প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।