আতাউল গণি,অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষা পরিবারের নন্দিত প্রধান শিক্ষক জীবনময় শীলকে দুস্কৃতিকারীরা ছুরিকাঘাত করেছে।
রবিবার(১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ ঘটিকায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে কে বা কারা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জীবনময় শীল উপজেলার পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি, অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি।
আহতের ছোট ভাই অঞ্জনময় শীল এ প্রতিনিধিকে জানান-শনিবার দিবাগত রাতে নিজ বাড়ীতে ধর্মীয় অনুষ্ঠান শেষে জীবনময় শীল রবিবার ভোরের দিকে বাড়ী থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে কে বা কারা পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তার আর্তচিৎকারে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে তাকে অষ্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীসহ সমালোচনার ঝড় উঠেছে।
অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জানান-আমরা ঘটনাটি শুনেছি এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।