কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশে কোটা বাতিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কিশোরগঞ্জে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।
জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সংঘর্ষে আঘাতপ্রাপ্ত ও অগ্নিদগ্ধ হয়ে তিনজন নিহতের কথা নিশ্চিত করেছেন। তারা হাসপাতালে আনার আগেই মারা গেছেন এবং নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিভিল সার্জন আরও বলেন, আহত অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।