নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছানু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে।
নিহত ছানু মিয়া থানেশ্বর গ্রামের মৃত পাগারদি মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন, মেয়ে সোমা,রোমা ও ভাতিজা বাবুল।
এলাকাবাসী জানান, ভূমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আজ শুক্রবার সকালে প্রতিপক্ষ জিনু মিয়া গংরা পরিকল্পিত ভাবে চানু মিয়ার উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানু মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি মুক্তু মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে পরিকল্পিত ভাবে ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল।
গুরুতর আহত ছানু মিয়াকে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত লিটনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
বাবুলকে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যন্যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ঘটনাস্থলে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। এলাকায় পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত আছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।