হাওর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় জেলার ইটনা থানাধীন বাদলা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সৌরভ বসাক, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে ইটনা থানাধীন চৌগাংগা ইউনিয়নের মাওড়া পূর্বপাড়া সাকিনস্থ মাওড়া মাথার বাড়ি হইতে চৌগাংগা বাজারগামী মাটির রাস্তা সংলগ্ন হাওড়ের কিনারা থেকে ২ কেজি গাজাসহ গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ শাহাবুদ্দিন (৬০), পিতা- মৃত আঃ বেপারী, সাং- বিরারভিটা (বরহুন্দিপাড়া), থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ বলে জানা যায়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করিয়া রাত সোয়া ৯টায় জব্দ তালিকামুলে জব্দ করে।
এ ঘটনায় আসামির ইটনা থানার মামলা নং-০৩, তারিখ- ১৪/০৯/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।