1. admin@haortimes24.com : admin :
ইটনার মৃগা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গোচারনভূমি মাঠ ভরাটের নামে প্লট বাণিজ্যের অভিযোগ - হাওর টাইমস ২৪
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল
শিরোনাম
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল

ইটনার মৃগা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গোচারনভূমি মাঠ ভরাটের নামে প্লট বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশ কাল সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ ও কৃষকদের ব্যবহৃত গোচারণভূমি মাঠ ভরাটের নামে অতি সুকৌশলে দখল করে প্লট আকারে বিক্রি করার অভিযোগ উঠেছে।

তিনি হলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দারুল ইসলাম দারু। তার এসব দখল আর মাঠ ভরাটের নামে প্লট বাণিজ্যের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা করেছে চেয়ারম্যান তথা দারুল ইসলামের পেটুয়া বাহিনী।

হামলা ও দখলের প্রতিবাদে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মানববন্ধন করেছেন গ্রামবাসী। দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের মৃগা ফুটবল খেলার মাঠ ও গোচারণভূমিতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের আইনজীবী আজিজুল ইসলাম, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মৃগা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সবুজ শেখ, গ্রামবাসী কালী লিটন চক্রবর্তী, কৃষক রমশদ মিয়া প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মৃগা গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের কৃষকেরা এখানে বৈশাখ মাসে ধান মাড়াই ঝাড়াই করে এবং খড় শুকায়। সারা বছরই মাঠটি গোচারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কিশোর ও তরুণেরা এই মাঠে খেলাধুলা করে। এই মাঠটি মৃগা ইউনিয়নের ২০০ বছরের ঐতিহ্য। ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের কাছে আমরা গেলে উনি এখানে এসে জায়গাটিকে মাঠ হিসেবে ঘোষণা দেয়ার জন্য চেয়ারম্যান দারুল ইসলামকে নির্দেশনা দেন। তখন চেয়ারম্যান জায়গাটিকে নির্ধারিত খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন।

সেই সাথে মাঠটি দখলের নানামুখী ষড়যন্ত্র করতে থাকেন। পরে চেয়ারম্যান দারুল ইসলামের নেতৃত্বে এখানে বালু উত্তোলন শুরু করেন। মাঠ ভরাট করার পর চেয়ারম্যান অতি সুকৌশলে মাঠ না করে প্লট করে বিক্রির অসৎ উদ্দ্যেশ্যে তার দখলে নিয়ে নেন। তখন এলাকাবাসী বাধা দিলেও রাজনৈতিক শক্তির কারণে টিকতে পারেনি। বক্তারা আরও বলেন, কিছু সংখ্যক লোক গোচারণভূমি ও খেলার মাঠটি হাতিয়ে নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৬০ লাখ টাকার মতো ব্যবসা করেছে। গত মঙ্গলবার রাতের আঁধারে দারুল ইসলাম চেয়ারম্যানের নির্দেশে তাঁর অনুসারীরা বাড়িঘর করতে চেয়েছিল।

গ্রামবাসী বাধা দিলে চেয়ারম্যানের লোকজন পেশিশক্তি দেখায়। তানু ও সাদ্দাম দুই ভাই এবং গ্রামের কিছু লোক মিলে গোচারণভূমি ও খেলার মাঠটিকে প্লট আকারে বিক্রি করছে। প্রত্যেকের কাছ থেকে প্লট প্রতি ৭০-৮০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। প্লট যখন বুঝিয়ে দেয়া হবে তখন আরও কিছু টাকা নিবে। ওরা খুবই শক্তিশালী লোক, ওদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না। কিছু বললেই হামলা-মামলার শিকার হতে হয়। প্রশাসনের সহায়তায় এলাকাবাসী মাঠ ও গোচারণভূমি উদ্ধার চায়।

স্থানীয়রা জানিয়েছেন, মৃগা ইউনিয়নের চেয়ারম্যান দারুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে মৃগা মৌজার ১নং খতিয়ানের আওতাভুক্ত ৪৪৭৬, ৪৪৬৯ ও ৩০১১ দাগে মোট ৬৮.৫০ একর গোচারণভূমি ও খেলার মাঠ অবৈধভাবে দখল করে প্লট আকারে বিক্রি করছে। এ বিষয়ে গ্রামবাসী প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে তাদের বিরুদ্ধেই উল্টো বুধবার ইটনা থানায় হয়রানিমূলক মামলা করা হয়। এতে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় ইটনা উপজেলা যুবদল ও মৃগা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেন।

এ বিষয়ে মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি কোনো ধরনের প্লট বিক্রি করছি না, এটা কেউ বলতেও পারবে না। এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থও নেই। এলাকায় দুটি পক্ষের মধ্যে এ নিয়ে বিরোধ চলছে। এখন যারা ঘরবাড়ির বিরুদ্ধে কথা বলছে, তারা একসময় ঘরবাড়ি বানানোর পক্ষে ছিল।

এ ব্যাপারে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, শুনেছি জমিটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। এ জায়গা নিয়ে ফৌজদারি অপরাধের প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য ইউএনওসহ বৃহস্পতিবার বিকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, বিষয়টি জানার পর এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিচ্ছি।

 

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST