বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মসূয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বৈরাগীচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. আশরাফুল আলম, একই গ্রামের মৃত একবর আলীর ছেলে তোতা মিয়া ও রামদী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. কালাম।
জনা যায়, সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলার বৈরাগীচর গ্রামের শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির খামারে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ইউপি সদস্যসহ তিনজনকে জুয়া খেলার আলামতসহ আটক করে পুলিশ। অন্য জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।