মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও দুই হাতের কব্জি কাটার প্রতিবাদে কটিয়াদী উপজেলাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার কটিয়াদী সদর বাসস্ট্যান্ডে সহশ্রাধিক লোক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন
মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছেনু মিয়া, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা লিটন, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির ইবনে আব্দুল্লাহ সুমন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সদরুল হক বাচ্চু, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগরুল হোসেন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল হক রাজিব, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাসেল আহমেদ, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আশিকুল হক সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হক রাফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ, সুমন, আওয়ামী প্রজন্ম লীগের সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।
বক্তাগণ বলেন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে গুরু বাহিনী নামে একটি সন্ত্রাসী দল রয়েছে। এলাকার যত অপরাধ, অপকর্ম হয় সবই তাদের দ্বারাই সংগঠিত হয়। গুরু বাহিনীর সদস্যরাই সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়নের দুই হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এই গুরু বাহিনীর বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনে প্রতি দাবী জানান। তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।