নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আ. জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় করিমগঞ্জ থানাধীন জয়কা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি মো. কবির হোসেন (৪২), পিতা- মো. দানু মিয়া, সাং- তারাগান, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মো. মাহবুব আলম (৪১), পিতা- মৃত হাজী আরজু মিয়া, সাং- জয়কা ১ নং ওয়ার্ড পূর্বপাড়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ।
এ সময় গ্রেফতারকৃতদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত্রি ৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।