কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলকে গত মঙ্গলবার গভীর রাতে আটক করে নিয়ে যায় পুলিশ। রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের গাইটাল এলাকা থেকে তাকে আটক করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। তাকে নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের তুললে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের গাইটাল এলাকার ফার্মের মোড় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,‘২০২৩ সালের পুলিশের ওপর হামলা, নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য নির্বাচনের আগে ও পরের আন্দোলনের বিএনপির সক্রিয় একজন নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল। আওয়ামী লীগ সরকারের সময় এর আগেও তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেলের গ্রেফতারের নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।