ভৈরব প্রতিনিধি:
গ্রেফতারের প্রায় ৪ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাকে। শরীফুল আলমের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর ও এর পরের সংঘর্ষ-সহিংসতার অভিযোগে মামলা হয়। এর আগে ১০ মামলায় জামিন পেয়েছেন বিএনপির এই নেতা।
রাজধানীর বিভিন্ন আদালতে ৩১ মামলায় নিয়মিত হাজিরা দিয়েছেন শরীফুল। এসব মামলায় তাকে আইনি সহায়তা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন খান।
গত ১১ অক্টোবর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে ৩ মাস ২১ দিন ধরে কারাগারে ছিলেন শরীফুল আলম।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।