নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে কিশোরগঞ্জ পত্রিকা হকার্স সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এ মানববন্ধনে কিশোরগঞ্জ পত্রিকা হকার্স সমিতির সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে বক্তব্য রাখেন, নিহত বাদল রহমানের বড়ভাই আতাউর রহমান খান মিলন ও নিহত বাদল রহমানের ছেলে শাহীল রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী, বিশিষ্ট শিল্পী আবুল হাসেমসহ অন্যরা।
এতে বক্তারা বলেন বাদল রহমানের মৃত্যুটি রহস্যজনক। তার মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য বাদল রহমানের লাশ ৯ জুলাই শোলাকিয়ার কানিকাটা এলাকার ব্যাপারী বাড়ি মসজিদের পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এত দিনেও একজনও আটক না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে কিশোরগঞ্জের সাধারণ মানুষের মাঝে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।