কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি শাহ আলমকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে শহরের গাইটাল বাসস্টেন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শাহ আলম কোটা সংস্কার আন্দোলন চলাকালে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিল।
আসামি শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। সে তিন বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে সে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায়।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।