নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ১৩টি মামলার ওয়ারেন্টভুক্ত ও ৫টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ আলী আনসার জিহাদ (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি সৈয়দ আলী আনসার কিশোরগঞ্জ পৌরসভার চরশোলাকিয়া ৪নং ওয়ার্ডের সাহেব বাড়ী এলাকার মৃত সৈয়দ আলী বাকারের ছেলে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০ টায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,পিপিএম (বার) নির্দেশে গঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ একটি চৌকস টিম এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলীর নেতেৃত্বে কিশোরগঞ্জ সদর থানাধীন হয়বত নগর এলাকা হতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৫ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী আনসার জিহাদকে গ্রেফতার করা হয়।
আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পলাতক ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহামদ দাউদ জানান, আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।