নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২(দুই) টি চোরাই মোটর সাইকেলসহ জেলা সদর থানা এলাকা থেকে ১ জন গ্রেফতার করেছে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো: মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৫ ডিসেম্বর ৮.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন ভুরুঙ্গাচর সাকিনস্থ কিশোরগঞ্জ হইতে ভৈরব আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে জনৈক ছাত্তারের মুদি দোকানের পেছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি হেলাল (৩৭), পিতা- নুরল ইসলাম মঙ্গল, সাং- জালুয়াপাড়া, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য ও ২(দুই) টি মোটর সাইকেল উদ্ধার করে ৯.২০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।