নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টায় জেলা সদর উপজেলার নীলগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়া এবং একই এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন।
এর আগে শুক্রবার (১২ এপ্রিল) আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল ৪ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সঙ্গে মতিউর রহমানের জমি বিরোধ রয়েছে। ঈদের দিন (১১ এপ্রিল) নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে জয়নাল মিয়ার দুই ছেলে বিজয় মিয়া, নিলয় মিয়া ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় আসামিদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।