কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ আরোহীর ৩ জনই নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বরাটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে মর্মান্তিক এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
নিহত সৌদি আরব প্রবাসী মো. নাঈম (২৫) উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে, ফাহিম (২২) একই গ্রামের আবু বক্করের ছেলে এবং মো. শরীফ (২২) পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে।
নিহত নাঈম কিছুদিন আগে সৌদি আরব থেকে বাড়িতে ছুটিতে দেশে আসেন। নিহত ফাহিম ও নাঈম দুজন চাচাতো ভাই বলে জানা যায়।নিহত শরীফ ফলের ব্যবসা করতো। গুরুতর আহত লিজা (২৩) ও শরীফ সম্পর্কে ভাই-বোন।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেলের মধ্যে মো. শরীফ মিয়া ও তার বোন লিজা একটি মোটর সাইকেলে ছিলো আর নাঈম ও ফাহিম আরেকটি মোটরসাইকেলে ছিলেন। সংঘর্ষের ঘটনাস্থলেই নাঈম মারা যান। গুরুতর আহত তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফের মৃত্যু হয়। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমেরও মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে এদের মধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন ও শনিবার সকালে একজন মারা গেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।