নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে তিনতলা বিল্ডিং থেকে পড়ে তানজিনা ইসলাম (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত তানজিনার স্বামীর নাম মাসুদুর রহমান। ভৈরবের রানীর বাজার তাদের বাসা।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় দিকে গৃহবধূর স্বামীর বাসায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন,স্বামী মাসুদুর রহমান (৩৮), শশুর হাজী আবুল খায়ের (৭০) ও দেবর তোফাজ্জল হোসেন (৩৫)।
গৃহবধূর পারিবারিক দাম্পত্য কলহের কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রতিবেশীরা জানায়। গৃহবধূর মা সুনু বেগম ও তার ভাইয়ের দাবি তাকে বিল্ডিং থেকে পরিকল্পিতভাবে ফেলে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে ১০ বছর পূর্বে তানজিনা ইসলামের সাথে ভৈরব বাজার বাতাসাপট্টি মাসুদুর রহমানের বিয়ে হয়। তানজিনার বাবার বাড়ি পৌর এলাকার চন্ডিবের উত্তর পাড়া গ্রামে। তাদের ১০ বছর বয়সী ১টি ছেলে ৪ বছর বয়সী ১টি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে।
স্বামী শশুর বাড়ির লোকজনের দাবি করে ঝগড়া চলাকালে রাগ করে তানজিনা ইসলাম বিল্ডিংয়ের তিনতলা বাসা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। পরে, স্বামী, শশুর দেবর মিলে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বামী শ্বশুর-দেবর হাসপাতাল থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত জনতা তাদেরকে আটক করে স্থানীয় কাউন্সিলর মোমেন মিয়ার মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে, হাসপাতালে কর্তব্যরত চিকিসৎক ইসমত তাহমিনা জানান, বিকাল ৫ টার দিকে তানজিনাকে হাসপাতালে আনা হলে সে জীবিত ছিল না। তার মাথায় ও ঘাড়ের কারণে তানজিনার মৃত্যু হয়।
এ ব্যাপারে, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।গৃহবধূর পরিবারের লোকজন এ বিষয়ে মামলা দিলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।